নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জে দরিদ্র ও অসহায় প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে বটতলা হাটের মোড়ে সোমবার বিকেলে অফিস বর্ষময়ী স্ব-উদ্যোগী সংস্থা ও ইস্টোর -এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বপন কুমার কর্মকার উপ-পরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিরোজ কবির, সমাজসেবা অফিসার (রেজি.) আরোও উপস্থিত ছিলেন ড. মুশফির রহমান মানিক মেডিকেল অফিসার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল; আব্দুল বারেক, সাবেক কাউন্সিলর পরিচালক চেম্বার অব কমার্স, পিটিআই এর আবুল বাশার ১৫ নম্বর ওয়ার্ড, সেন্টু আলী সাবেক সভাপতি, চাঁপাই ডিভিশন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুকুল কুমার দাস সভাপতি বর্ষময়ী স্ব-উদ্যোগী সংস্থা। সার্বিক পরিচালনায় ছিলেন মো. আব্দুল মতিন, উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা পরিচালক।
সংস্থাটির লক্ষ্য ও উদ্দেশ্যের মধ্যে রয়েছে স্বল্পমূল্যে ও বিনামূল্যে প্রতিবন্ধী ব্যক্তিদের কম্পিউটার প্রশিক্ষণ প্রদান, প্রয়োজনীয় উপকরণ প্রাপ্তিতে সহযোগিতা, বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা এবং প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করে স্ব-উদ্যোগী হিসেবে গড়ে তোলা।
বক্তারা বলেন, এ উদ্যোগ প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থান ও আত্মনির্ভরশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এজেডএম
Leave a Reply