সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০১:৪৪ অপরাহ্ন

মধুমতি এনজিওর সহ-সভাপতি এরিয়া ম্যানেজার ও প্রচার সম্পাদক গ্রেপ্তার

  • আপডেটের সময় : শনিবার, ১৩ মে, ২০২৩

নিজস্ব প্রতিবদেক : চাঁপাইনবাবগঞ্জে বহুল আলোচিত এনজিও মধুমতির সহ-সভাপতি রাকিব ও এরিয়া ম্যানেজার মিজানুর রহমান ও প্রচার সম্পাদক ওয়ালিদ হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়াও এমডি মাসুদ রানার ছোট ভাই ৩ নং আসামী ফারুক হোসেনকেও গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামীরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিবনারায়নপুর গ্রামের মৃত ফজলরু রহমানের ছেলে আবদুর রাকিব (৪৩), গোমস্তাপুর উপজেলার কাজী গ্রামের এমরান আলীর ছেলে মিজানুর রহমান (৩৬) ও শিবগঞ্জ উপজেলার শিবনারায়নপুর গ্রামের এন্তাজুল হকের ছেলে ওয়ালিদ হাসান (৩০)।

জেলা গোয়েন্দা শাখার তথ্য মতে জানা গেছে, গোপন সংবাদ এর ভিত্তিতে জেলা পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব বিপিএম পিপিএম (বার) এর সার্বিক ত্বত্ত্বাবধানে ও নির্দেশনায় শিবগঞ্জ পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ মধুমতি এনজিওর গ্রেপ্তারি পরোয়ানা ভুক্ত আসামীদের ধরতে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় গোয়েন্দা শাখা ডিবি পুলিশের এসআই আসগর আলীর নের্তৃত্বে সঙ্গীয় ফোর্স রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা থেকে মধুমতি এনজিওর সহ-সভাপতি রাকিব ও প্রচার সম্পাদক ওয়ালিদকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। ১১মে বৃহস্পতিবার এ দুজন কে গ্রেপ্তার করে চাঁপাইনবাবগঞ্জ নিয়ে আসা হয়।

অপরদিকে গত ১০মে বুধবার শিবগঞ্জ থেকে গ্রেপ্তারি পরোয়ানা ভুক্ত আসামী মধুমতি এনজিওর প্রচার সম্পাদক ওয়ালিদকে গ্রেপ্তার করা হয়। আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে।

চাঁপাই এক্সপ্রেস/সিএসই

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©২০২৪ চাঁপাই এক্সপ্রেস ডটকম
Design By Raytahost
raytahost14