ডেস্ক নিউজ : আজ রোববার রাতে পালিত হবে পবিত্র শবেবরাত। ১১ ফেব্রুয়ারি চাঁদ দেখা যাওয়ায় ১২ ফেব্রুয়ারি থেকে পবিত্র শাবান মাস গণনা শুরু হয়েছে। সে হিসাবে আজ রাতে পবিত্র শবেবরাত পালন করবেন ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়। কোরআন ও হাদিসের বর্ণনামতে, এ রাতে ইবাদতের বিশেষ মর্যাদা রয়েছে। ফারসি ভাষায় শব অর্থ রাত এবং বরাত অর্থ মুক্তি। শবেবরাত অর্থ মুক্তির রাত। এই রাতে মহান আল্লাহ মুক্তি ও মাগফিরাতের দুয়ার খুলে দেন। সৃষ্টিকুলের প্রতি রহমতের দৃষ্টি দেন এবং মুশরিক ও হিংসুক ছাড়া সবাইকে ক্ষমা করে দেন। এটি নিঃসন্দেহে বরকতময় রাত। রাতটি শাবান মাসের মধ্যবর্তী হিসেবে হাদিসে এই রাতকে লাইলাতুন নিসফি মিন শাবান তথা অর্ধ শাবানের রাত বলা হয়েছে।
এদিকে, পবিত্র শবেবরাত উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাণীতে তারা বলেছেন, মানবজাতির জন্য সৌভাগ্যের এই রজনী বয়ে আনে মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমত ও বরকত। এ রাতে আল্লাহপাক ক্ষমা প্রদর্শন এবং প্রার্থনা পূরণের অনুপম মহিমা প্রদর্শন করেন। মহান আল্লাহ তায়ালা পবিত্র শবেবরাতের রাতকে অনন্য মর্যাদা দিয়েছেন। হাজার মাসের ইবাদতের চেয়েও এ রাতের ইবাদত উত্তম। এই রাতে আল্লাহর অশেষ রহমত ও নিয়ামত বর্ষিত হয়। পবিত্র এই রাতে ইবাদত-বন্দেগির মাধ্যমে আমরা মহান আল্লাহর নৈকট্য লাভ করতে পারি। অর্জন করতে পারি তার অসীম রহমত, নাজাত, বরকত ও মাগফিরাত।
হাদিসের আলোকে শবেবরাত: মুআজ ইবনে জাবাল (রা.) থেকে বর্ণিত, নবী (সা.) বলেন, আল্লাহ তাআলা অর্ধ শাবানের রাতে সৃষ্টিকুলের প্রতি রহমতের দৃষ্টি দেন এবং মুশরিক ও হিংসুক ছাড়া সবাইকে ক্ষমা করে দেন। (সহিহ ইবনে হিব্বান, হাদিস: ৫৬৬৫; আল-মুজামুল আওসাত, হাদিস: ৬৭৭৬; শুআবুল ইমান, হাদিস: ৩৮৩৩; মিশকাতুল মাসাবিহ, হাদিস: ১৩০৬) হাদিসটি হাদিসবিশারদ নির্ভরযোগ্য সব আলেমের গবেষণা মতেই সহিহ তথা সর্বোচ্চ মাত্রায় সঠিকভাবে প্রমাণিত।
এদিকে শবেবরাত উপলক্ষে পবিত্র কোরআন তেলাওয়াত, ওয়াজ মাহফিল, এ রাতে ইবাদতের ফজিলত, হামদ নাতসহ বিভিন্ন কর্মসূচির আয়োজ করেছে ইসলামিক ফাউন্ডেশন। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সারারাত এসব কর্মসূচি চলবে। ফজরের নামাজের পর দেশ ও মুসলিম উম্মাহর মুক্তি ও সমৃদ্ধি কামনা করে আখেরি মোনাজাত করা হবে।
Leave a Reply