চাঁপাইনবাবগঞ্জ : ভারত থেকে নদী পথে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের দায়ে ৫ জন ভারতীয় গরু চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (১৭ আগস্ট) ভোর ৪টার দিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রঘুনাথপুর সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩ টি গরু, ৩ টি হাসুয়া ও দুইটি নৌকা উদ্ধার করা হয়। বিজিবি বলছে আটককৃতরা ভারতীয় গরু চোরাকারবারি।
আটককৃতরা হচ্ছে, ভারতের মুর্শিদাবাদ জেলার সুতি ও শমসেরগঞ্জ থানার সাবঘাটি গ্রামের রফিকুল ইসলামের ছেলে সারফরাজ ইসলাম (১৮), দুর্গাপুর গ্রামের আলেক শেখের ছেলে আসলাম শেখ (১৮), রতন সিংহের ছেলে দ্বীপ সিংহ (২৩), ইমামবাজার গ্রামের বাইতুল মহালদারের ছেলে রনি মহালদার (১৭) ও সানাউল মহলদারের ছেলে ওলিল মহলদার (১২)।
চাঁপাইনবাবগঞ্জের বিজিবির ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মনির-উজ-জামান জানান, শিবগঞ্জে রঘুনাথপুর সীমান্তে পদ্মা নদী দিয়ে তিন টি নৌকাযোগে বাংলাদেশের প্রায় ৪ শ গজ ভেতরে ঢুকে পড়ে। এসময় বিজিবির টহল দল তাদের চ্যালেঞ্জ করে দু’টি নৌকাকে আটক করলেও একটি চোরাচালান কাজে ব্যবহৃত নৌকা ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে নৌকা তল্লাশি করে ৩ টি গরু, ৩ টি হাসুয়াসহ ৫ ভারতীয় নাগরিককে আটক করা হয়।
বিজিবি জানায়, আটককৃতরা গরু চোরাকারবারি। তারা গরুসহ অন্যান্য মালামাল চোরাচালান করে থাকে। আটককৃতদের শিবগঞ্জ থানায় হস্তান্তর ও এই ঘটনায় বিএসএফকে প্রতিবাদ লিপি পাঠানো প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান বিজিবির ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক।
Leave a Reply