বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫৯ অপরাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জে মাদকের বিরুদ্ধে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার আয়োজনে র‍্যালী ও পরিষ্কার পরিছন্নতা অভিযান নাচোলে ট্রেনের ধাক্কায় দুই বছরের শিশুর মৃত্যু চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের ৫ম তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত চাঁপাইনবাবগঞ্জে আন নাসিহা ফাউন্ডেশনের উদ্যোগে শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ চাঁপাইনবাবগঞ্জে জাতীয় অন্ধকল্যাণ সমিতি কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর চাঁপাইনবাবগঞ্জে পুকুর রক্ষার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে পাগলা নদীতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় নাগরিক আটক গোমস্তাপুরে অবৈধভাবে ১৭৪ বস্তা সার মজুদ করায় ব্যবসায়ীকে জরিমানা

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পেট্রোল বোমা ও ককটেল উদ্ধার

  • আপডেটের সময় : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

ইসমাইল : শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্তে সীমান্তে ৯৯টি ককটেল এবং ৪০টি পেট্রোল বোমা উদ্ধার করেছে বিজিবি।

মহানন্দা ব্যাটালিয়ন ৫৯বিজিবির চকপাড়া বিওপি’র সদস্যরা টহল দেওয়ার সময় এসব বিস্ফোরক দ্রব্যাদি উদ্ধার করে।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে বিজিবির মহানন্দা ব্যাটালিয়ন সদরে এক সংবাদ সম্মেলন অত্র ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া এসব তথ্য জানান।

তিনি বলেন, ২৪ এপ্রিল আনুমানিক দুপুর ২টার সময় ৫৯ বিজিবি’র অধীনস্থ চকপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার অজ্ঞাত স্থান দিয়ে অবৈধ বিস্ফোরক দ্রব্যাদি সীমান্ত এলাকা ব্যবহার করে চাঁপাইনবাবগঞ্জ হতে রাজশাহী শহর অভিমুখে পরিবহন হওয়ার সম্ভাবনা রয়েছে মর্মে গোয়েন্দা সূত্রে তথ্য পাওয়া যায়। এরই ধারাবাহিকতায় মহানন্দা ব্যাটালিয়ন ৫৯বিজিবির চকপাড়া বিওপির সদস্যরা দায়িত্বপূর্ণ এলাকায় আভিযানিক কার্যক্রম ও টহল তৎপরতা বৃদ্ধি করে।

সেই প্রেক্ষাপটে চকপাড়া বিওপি’র নায়েক মোঃ মাজেদুল ইসলাম এর নেতৃত্বে একটি চৌকষ টহল দল সীমান্ত মেইন পিলার ১৮৪ হতে আনুমানিক ০১ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার শাহাবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ী ট্রাক টার্মিনালে অভিযান পরিচালনাকালে গাড়ীর জন্য অপেক্ষারত ০২জন ব্যক্তি বিজিবি টহল দলকে দেখামাত্রই তাদের নিকটে থাকা ০২টি প্লাস্টিকের ক্যারেট ফেলে পালিয়ে যায়।

অতঃপর বিজিবি’র টহল দল ক্যারেট দুটি তল্লাশী করে লাল টেপ দিয়ে মোড়ানো ৯৯ টি ককটেল এবং কাচের বোতল দিয়ে তৈরি করা ৪০ টি পেট্রোল বোমা উদ্ধার করতে সক্ষম হয়। আটককৃত দ্রব্যাদি’র বিষয়ে জিডি করে শিবগঞ্জ থানায় জমা করা হবে।

তিনি আরও বলেন, সীমান্তে অস্ত্র, গোলাবারুদ এবং বিস্ফোরক জাতীয় দ্রব্যাদির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন এবং দেশের সাধারণ জনগণের জানমাল রক্ষার্থে সীমান্ত এলাকায় বিজিবি’র অপারেশনাল কার্যক্রম বৃদ্ধি করাসহ বিশেষ অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

ভবিষ্যতে সীমান্ত এলাকা ব্যবহার করে যাতে অস্ত্র, গোলাবারুদ এবং বিস্ফোরক দ্রব্যাদি দেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে এবং দুষ্কৃতকারীরা অপতৎপরতা সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে বিজিবি সর্বদা সীমান্তে সজাগ থাকবে বিজিবি।

চাঁপাই এক্সপ্রেস/এএসও

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2025 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14