চাঁপাই এক্সপ্রেস ডেস্ক : পবিত্র ঈদ-উল-আজহার তারিখ ঘোষণা করেছে বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়া। দেশটির আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার পর বুধবার, ২৮ মে থেকে শুরু হবে জিলহজ মাস। সে অনুযায়ী, ঈদ-উল-আজহা উদযাপিত হবে বৃহস্পতিবার, ৬ জুন।
মঙ্গলবার (২৭ মে) সন্ধ্যায় ইন্দোনেশিয়া কর্তৃপক্ষ নিশ্চিত করে যে, তাদের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে দেশটি আনুষ্ঠানিকভাবে ঈদের তারিখ ঘোষণা করেছে।
এদিকে, সৌদি আরবে মঙ্গলবার জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে হিসাবে দেশটিতে ১০ জিলহজ আগামী ৬ জুন (শুক্রবার) পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হবে। দেশটির কর্তৃপক্ষ আজ এ ঘোষণা দিয়েছে। ঈদের আগের দিন ৫ জুন পবিত্র হজ পালিত হবে।
এ ছাড়া ওমানও আগামী ৬ জুন ঈদুল আজহা উদ্যাপনের ঘোষণা দিয়েছে। এর আগে ইন্দোনেশিয়া একই দিন ঈদুল আজহা উদ্যাপনের ঘোষণা দেয়।
সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর ঈদ উদ্যাপনের পরদিন বাংলাদেশে ঈদ উদ্যাপিত হয়ে থাকে। সে হিসাবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৭ জুন (শনিবার) বাংলাদেশে ঈদুল আজহা উদ্যাপিত হতে পারে।
এএসনও
Leave a Reply