ডেস্ক নিউজ : সাইবার অপরাধ দমন ও অনলাইন নিরাপত্তা নিশ্চিতে অনলাইন জুয়া ও বেটিংয়ের বিরুদ্ধে সারা দেশে অভিযান শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
মঙ্গলবার সন্ধ্যায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। সরকার ইতোমধ্যেই সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫ জারি করেছে। এই অধ্যাদেশের আওতায় অনলাইন জুয়াকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ঘোষণা করা হয়েছে। অধ্যাদেশের ২০ নম্বর ধারায় বলা হয়েছে। কেউ অনলাইন জুয়ার অ্যাপ তৈরি, পরিচালনা, প্রচার বা এতে অংশগ্রহণ করলে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড, এক কোটি টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন।
সিআইডি জানিয়েছে, অনলাইন জুয়া ও বেটিংয়ের সঙ্গে জড়িত এক হাজারেরও বেশি মোবাইল ব্যাংকিং এজেন্টকে ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে। এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, অনলাইন জুয়া একটি গুরুতর সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। মোবাইল অ্যাপ, ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে পরিচালিত এসব প্ল্যাটফর্মে সহজে অর্থ উপার্জনের প্রলোভনে মানুষ আসক্ত হয়ে পড়ছে। এর ফলে অনেকেই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, কেউ কেউ নিঃস্ব পর্যন্ত হয়ে পড়েছেন।
সিআইডি জনসাধারণকে অনুরোধ জানিয়েছে, অনলাইন জুয়া, বেটিং বা এ জাতীয় অবৈধ কার্যকলাপে জড়িত না হতে এবং সন্দেহভাজন কার্যক্রম সম্পর্কে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করতে।
এএআর
Leave a Reply