রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ০১:০১ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের নিয়ে জেলা প্রশাসকের মতবিনিময় চাঁপাই প্রেসক্লাবের স্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে গরু আনতে গিয়ে নিখোঁজ বাংলাদেশী যুবক চাঁপাইনবাবগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত চাঁপাইনবাবগঞ্জে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন চাঁপাইনবাবগঞ্জে সড়ক দূর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক হস্তান্তর চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত বান্দরবান থেকে বাংলাদেশি পর্ন-তারকা যুগল গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে শিক্ষকদের ওপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে ইলা মিত্রের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে শোভাযাত্রা ও সমাবেশ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে আবারও দুই বাংলাদেশীকে গুলিবিদ্ধ করলো বিএসএফ

  • আপডেটের সময় : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫

শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিংনগর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি গুলিবিদ্ধ হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আহতদের স্বজনরা বিএসএফকে দায়ী করলেও তা অস্বীকার করেছে ভারতীয় বাহিনী।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দিনগত রাত চারটার দিকে সিংনগর বিওপির সীমান্তে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন, মনাকষা ইউনিয়নের সাহাপাড়া মুন্সিপাড়ার পন্ডিতপাড়ার আরিফুল ইসলাম হানিফের ছেলে সেলিম (২৫) ও মুন্নাপাড়া তারাপুরের সুলতানের ছেলে সুমন (২৮)।

স্থানীয়দের দাবি, বৃহস্পতিবার ভোরে ১০ জনের একটি দল শিংনগর সীমান্তের ১৬৪/৫এর ১এস পিলার এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। এসময় ভারতীয় বিএসএফের ৭১ ব্যাটালিয়নের দৌলতপুর সীমান্তে, ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হন তারা। এ সময় তাদের সঙ্গীরা তাদের উদ্ধার করে সারাদিন গোপনে থেকে বিকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

তবে বিজিবির পক্ষ থেকে বৃহস্পতিবার রাতে শুধু সেলিম নামে একজনের গুলিবিদ্ধ হওয়ার কথা জানানো হয়েছে।

এ বিষয়ে বিজিবির ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে এক ম্যাসেজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে সিংনগর বিওপির পক্ষ থেকে দৌলতপুর ক্যাম্পের বিএসএফের সঙ্গে যোগাযোগ করলে তারা বিষয়টি অস্বীকার করে।

এআরকেএসএম

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2025 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14