অনলাইন ডেস্ক : সম্মেলনের পর রাজশাহী মহানগর বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় নেতৃত্ব। নতুন কমিটি না আসা পর্যন্ত মহানগরের দায়িত্বে থাকবেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দুই সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম আলীম ও এএইচএম ওবায়দুর রহমান চন্দন।
রোববার বিকেলে রাজশাহী মহানগর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সদ্য বিলুপ্ত কমিটির যুগ্ম আহ্বায়ক বজলুল হক মন্টু রাতেই এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও রাজশাহী বিভাগের সমন্বয়কারী আব্দুস সালামের নির্দেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মহানগর বিএনপির সর্বশেষ আহ্বায়ক কমিটি ঘোষণা হয়েছিল ২০২১ সালের ১০ ডিসেম্বর- এরশাদ আলী ঈশাকে আহ্বায়ক ও মামুন অর রশিদ মামুনকে সদস্য সচিব করে। পরে এটি ৬১ সদস্যে সম্প্রসারিত হয়। তবে প্রায় সাড়ে তিন বছর ধরে এই কমিটি নিয়ে অভ্যন্তরীণ বিরোধ চলছিল। অভিযোগ ছিল, যোগ্য নেতৃত্বের অভাবে দলীয় কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।
সম্প্রতি কমিটি ভেঙে নতুন নেতৃত্ব গঠনের দাবিতে আন্দোলন চালিয়ে আসছিলেন একাংশের নেতাকর্মীরা। অবশেষে সেই দাবিই মেনে রোববার অনুষ্ঠিত হলো সম্মেলন। তবে প্রায় দেড় যুগ পর হওয়া এ আনুষ্ঠানিক সম্মেলনে ভোটাভুটি হয়নি, নতুন কমিটিও ঘোষণা করা হয়নি। বিকেলে কেন্দ্রীয় নেতারা কমিটি ছাড়াই মঞ্চ ত্যাগ করেন। রাতে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে পুরাতন কমিটি বিলুপ্ত ঘোষণা করা কথা জানানো হয়।
এএমকে
Leave a Reply