ভোলাহাট প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলায় ৪৮৮ বোতল ফেন্সিডিলসহ ২ জনকে গ্রেফতার করেছে চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র্যাব-৫।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) আনুমানিক সকাল ৬টার দিকে ভোলাহাট উপজেলার পাঁচটিকরি গ্রামের মৃত এস্তাব আলীর ছেলে মোঃ শহিদুল ইসলাম (৪১) ও শিবগঞ্জ উপজেলার জমিনপুর গ্রামের মোঃ শরিফুল ইসলামের ছেলে মোঃ আনোয়ারুল ইসলাম ওরফে সিরাজুল (৩২) গ্রেফতার করে।
র্যাব-৫ প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, আটককৃত আসামীদ্বয় একটি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্র। তারা দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ফাঁকি দিয়ে লোকচক্ষুর আড়ালে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জ সহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করতো।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, মাদকের একটি বড় চালান সরবারহ করা হবে। সংবাদ পাওয়ার পর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প র্যাব-৫, রাজশাহীর একটি আভিযানিক দল পূর্ব পরিকল্পনা মোতাবেক উক্ত স্থানে যেয়ে মাদকের সম্ভাব্য রুট সমূহের উপর নজরদারী বৃদ্ধি করে। ভোলাহাট উপজেলার গোয়ালবাড়ী ইউনিনের সোনাজল এলাকায় অভিযান পরিচালনা করে ৪৮৮ বোতল ফেন্সিডিল, ফেন্সিডিল বহনের ১টি মোটর সাইকেলসহ ২জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে ভালাহাট থানায় একটি নিয়মতি মামলা রুজু করা হয়েছে।
চাঁপাই এক্সপ্রেস/এও
Leave a Reply