ইসমাইল, চাঁপাইনবাবগঞ্জ: নাচোলে র্যালি ও আলোচনসভার মধ্য দিয়ে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে।
শনিবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যলয়ের আয়োজনে কিশোর-কিশোরী সংগঠন ও নাচোল খুরশেদ মোল্লা উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিনি কনফারেন্স রুমে শেষ হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীনের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা প্রভাতি মাহাতোর সঞ্চালনায় আলোচনসভায় “শেখ হাসিনার বারতা, নারী-পুরুষ সমতা ও
বিনিয়োগে অগ্রাধিকার কন্যা শিশুর অধিকার” এ প্রতিপাতিদ্যের উপর বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীন, সহকারী কমিশনার(ভূমি) সবুজ হাসান ও ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বাবু।
এসময় কন্যা শিশুদের প্রতি পারিবারিক সহিংসতা, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ে দু’জন শিক্ষার্থী বক্তব্য রাখে।
Leave a Reply